শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হুইপ ইকবালুর রহিম এমপি ৬ দিনের সফরে দিনাজপুরে আসছেন

সাহেব,দিনাজপুর : বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ৬ দিনের সরকারী সফরে দিনাজপুরে আসছেন। ৬ দিনের সফরে ব্যপক কর্মসুচী গ্রহন করেছে। ১৯ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৮টায় সংসদ ভবনের উচ্চ মান আবাসিক বাংলো বি-৩ বাস ভবন থেকে হযরত শাহজালাল (রহ:) বিমান বন্দর থেকে উদ্দেশ্যে যাত্রা করবেন। সকাল সাড়ে ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে উপস্থিত হয়ে দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা চলাকালে সকাল ১১ টায় ২নং সুন্দরবন ইউনিয়নের আমইর গ্রামের ২৮০টি বাড়ীতে বিদ্যুতায়নের উদ্বোধন করবেন। ১১ টা ২০ মিনিটে তার নিজ বাসভবনে উপস্থিত হবেন। এর পর দুপুর ১২.৩০ মিনিটে দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গা পুজা উপলক্ষে আর্থিক সহযোগিতা প্রদান, ৪ টায় দিনাজপুর নিমতলা মোড়ে পৌরসভা এলাকায় ৭ কোটি টাকা ব্যায়ে রাস্তার সংস্থার কাজের উদ্বোধন, ৪ টা ৩০ মিনিটে দিনাজপুর শেরশাহ রাজবাড়ী রাস্তা কাজের উদ্বোধন করবেন। ২০ অক্টোবর মঙ্গলবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত হুইপ ইকবালুর রহিম নাজমা রহিম ফাউন্ডেশনে সাধারন জনগনের সাথে মতবিনিময়, সকাল ১০ টা ৩০ মিনিটে দক্ষিণ কোতয়ালীর বিভিন্ন পুজা মন্ডব পরিদর্শন ও সন্ধা ৭,৩০ মিনিটে রাজবাড়ীর অনুষ্ঠানে যোগদান করবেন হুইপ ইকবালুর রহিম এমপি। ২১ অক্টোবর বুধবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত হুইপ ইকবালুর রহিম নাজমা রহিম ফাউন্ডেশনে সাধারন জনগনের সাথে মতবিনিময় শেষে দিন ব্যপী বিভিণ্ণ পুজা মন্ডব পরিদর্শন করবেন। ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত হুইপ ইকবালুর রহিম নাজমা রহিম ফাউন্ডেশনে সাধারন জনগনের সাথে মতবিনিময় শেষে বিভিণ্ণ পুজা মন্ডব পরিদর্শন ও ২৩ অক্টোবর শুক্রবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত হুইপ ইকবালুর রহিম নাজমা রহিম ফাউন্ডেশনে সাধারন জনগনের সাথে মতবিনিময় শেষে বিকেল ৪ টায় মডার্ণ মোড়ে দুর্গা পুজা অনুষ্ঠানে যোগদান করবেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। ২৪ অক্টোবর শনিবার সকাল ৯ টায় দিনাজপুরের নাজমা রহিম ফাউন্ডেশন থেকে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দর থেকে রওনা হবেন।