
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ও শহর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান বলেছেন, হেপাটাইটিস-বি এক ধরনের ভাইরাস যার সর্বশেষ পরিনতি মৃত্যু। এই ভাইরাস মূলত লিভার ও ডিএনএ কে আক্রমন করে লিভার ক্যান্সার ও লিভার সিরোসিস এর মত মরণ রোগ সৃষ্টি করে। তাই হেপাটাইটিস-বি একটি মরণ ব্যাধি। তবে ইহা ছোঁয়াছে টাইপের ভাইরাস এবং ইহা এইচআইভি/এইডস অপেক্ষা ১০০গুন বেশী মারাক্তক যার সর্বশেষ পরিনতি মৃত্যু।এর তেমন কোন চিকিৎসা নেই তবে আক্রান্ত হওয়ার পূর্বে টিকা নিলে এই ভাইরাস অর্থাৎ লিভার ক্যান্সার থেকে মুক্ত থাকা যায়।
গতকাল মঙ্গলবার দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজে পল্লী উন্নয়ন ও জনকল্যাণ সমিতি (পউজকস) এবং বিটিএফ এর উদ্যোগে হেপাটাইটিস-বি ভাইরাস প্রতিরোধক ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান এ কথা বলেন। দিনাজপুর চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক কপিলেশ্বর বসাক, সিনিওর শিক্ষক মোঃ মকবুল হোসেন, সনৎ চক্রবর্তী লিটু, আতিকুর রহমান, ইফতেখার আহমেদ, সুধারাম বসাক প্রমুখ। ভ্যাকসিনেশন ক্যাম্পেইন পরিচলানা করেন পল্লী উন্নয়ন ও জনকল্যাণ সমিতির প্রকল্প পরিচালক মোঃ মকছেদুল মমিন, স্বাস্থ্য সহকারী মোছাঃ রুখসানা পারভিন রুকু এবং স্বাস্থ্য সহকারী বিথীকা রায় বিথী।