শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

০২ ডিসেম্বর মরক্কো ও পেরুর উদ্দেশ্যে যাত্রা করছেন হুইপ ইকবালুর রহিম এমপি

লংকেশ্বর রায়, ঢাকা অফিস : মাননীয় হুইপ ইকবালুর রহিম ৪ হতে ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় Consultative Assembly of Parliamentarians for the International Criminal Court and the rule of Law 8th Session এ যোগদানের উদ্দেশ্যে আগামী ০২রা ডিসেম্বর ২০১৪ রাবাত মরক্কো এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। ০৪ তারিখ উক্ত সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এ ছাড়াও তিনি মরক্কোতে বসবাসরত বাংলাদেশীদের সংঙ্গে সাক্ষাত করবেন। মরক্কোর উক্ত সম্মেলনে যোগদান শেষে তিনি পেরুর লিমার উদ্দেশ্যে পেরুর লিমায় ৭ হতে ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় GLOBE UNFCCC COP-20 Summit এ যোগদানের জন্য পেরুর লিমার উদ্দেশ্যে মরক্কো হতে যাত্রা করবেন। উক্ত আন্তুর্জাতিক সম্মোলন শেষে স্পেনের মাদ্রিদ হয়ে দেশে প্রত্যাবর্তন করবেন।

Spread the love