রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

১০ বছরের পুলিশ কমিশনার

মরণঘাতী রোগে আক্রান্ত ১০ বছরের শিশু সাদিকের শেষ ইচ্ছা ছিল- সন্ত্রাস দমনের জন্য সে পুলিশ কমিশনার হবে।

গত ১৫ অক্টোবর বুধবার  ভারতের তেলেঙ্গানা রাজ্যের ১০ বছরের শিশু সাদিকের এক দিনের জন্য পুলিশ কমিশনার করে জীবনের শেষ ইচ্ছা পূরণ করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে প্রকাশ, ব্লাড ক্যান্সারে আক্রান্ত সাদিক একদিনের জন্য হায়দ্রাবাদের পুলিশ কমিশনার হওয়ার ইচ্ছা পোষণ করেছিল।

তার সে ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে হায়দ্রাবাদ পুলিশ তাকে সে সুযোগ করে দিয়েছে।
বুধবার পুলিশের পোশাক ও মাথায় টুপি পড়া অবস্থায় তাকে ক্যামেরাবন্দি করা হয়। এ সময় হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকিয়ে ছবির জন্য পোজ দেন সাদিক। এ সময় তার আশপাশের পুলিশ কর্মকর্তারা তাকে স্যালুট করেন। আর সাদিকের ইচ্ছা পূরণ করতে পেরে বেশ খুশি হায়দ্রাবাদ পুলিশ প্রধান মহেন্দ্র রেড্ডি।
খবরে প্রকাশ, সাদিকের বাড়ি ভারতের তেলেঙ্গানা রাজ্যের করিমনগরে। প্রাণঘাতী রোগে আক্রান্ত শিশুদের নিয়ে কাজ করা ‘মেক এ উইশ ফাউন্ডেশনে’র কাছে পুলিশ কমিশনার হওয়ার ইচ্ছা পোষণ করে সাদিক। পুলিশ কমিশনার হওয়ার পেছনে কারণ হিসেবে সাদিক জানায়, রাজ্যে শান্তি বজায় রাখতে ও সন্ত্রাসীদের ধরতে সে পুলিশ কমিশনার হতে চায়।

Spread the love