সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

টানা বৃষ্টি উপেক্ষা করে দিনাজপুরের চলছে মাছ ধরার উৎসব

মো. ফরহাদ হোসেন, ষ্টাফ রিপোর্টার : দীর্ঘদিনের খরা ও অনাবৃষ্টি কাটিয়ে কয়েকদিনের চলমান ভারী বর্ষণে  দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় খাল-বিল, নদী নালা সহ  কৃষিজমিগুলোতে ধীরে ধীরে বৃষ্টির পানি প্রবেশ করে ডুবে আছে বির্স্তৃণ ফসলের মাঠ। আর এই ফসলের উপর দিয়ে বয়ে যাচ্ছে প্রবল স্রোতধারা সেখানে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মাছ ধরার উৎসবে মেতেছে উঠেছে পেশাজীবী ও মৌসুমি জেলেরা। বিরামহীনভাবে মাছ ধরতে বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তারা। বৃষ্টি উপেক্ষা করে শিশু-কিশোর থেকে শুরু করে সবাই বিভিন্ন প্রকার জাল নিয়ে  মাছ ধরতে ব্যস্ত।কেউ মাছ ধরছেন জীবিকার তাগিদে, কেউ বা শখের বসে
 কেউ কেউ রাতের আঁধারে বিভিন্ন ধরনের মাছ ধরার যন্ত্র, টানা জাল, কারেন্ট জাল, পলোই,  দিয়েও মাছ শিকার করছেন।
তাদের শিকারকৃত মাছগুলোর মধ্যে   রুই, শোল, সরপুঁটি, সিলভার কার্প,পুটি,সহ বিভিন্ন দেশিয় প্রজাতির মাছ অন্যতম আর এসব মাছ এলাকার বিভিন্ন পুকুর গুলো পানিতে ডুবে যাওয়ায় সবত্র ছড়িয়ে পড়েছে। এতে ক্ষতি মুখে মৎস্যচাষীরা পড়লেও মনে আনন্দের মাছ ধরছে সৌখিন জেলেরা। তারা এসব মাছ  নিজেদের খাওয়া-দাওয়ার চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিক ভাবে বেশ লাভবান হচ্ছে ।
 এ ব্যাপারে সৌখিন মাছ শিকারি জয়নুল আবেদিন বলেন, টানা বর্ষণে আমাদের বিলের পানি বৃদ্ধি পাওয়ায় আশে পাশের পুকুরগুলো ডুবে যাওয়ায় আমি সকাল হতে চটকা জাল টানছি এতে অনেক মাছ পেয়েছি যেটা পরিবারের সবাই খেতে পারবো এবং ৪ কেজি বিক্রি করছি এতে কিছু টাকা পেলাম।
মাছ ধরতে আসা ময়নুল ইসলাম বলেন, আমি আমার পরিবারের খাওয়ার জন্য মাছ ধরছি সারা দিনে খুব ভালো মাছ পেলাম যা কয়েকদিন  খেতে পারবো পরিবারের সবাই মিলে।
Spread the love