বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

১২ বছর ধরে ঠাকুরগাঁও রেশম কারখানা বন্ধ : চালুর দাবি

ঠাকুরগাঁওয়ের ভারী শিল্প কারখানা রেশম কারখানাটি ১২ বছর ধরে বন্ধ রয়েছে। ক্রমাগত লোকসানের অজুহাতে এটি ২০০২ সালে বন্ধ ঘোষণা করা হয়। এতে ১৩৪ জন শ্রমিক ও ১০ হাজার রেশম চাষি বেকার হয়ে পড়েছে। কয়েক কোটি টাকায় বিএমআরই করার পরও কারখানাটি দীর্ঘ দিন বন্ধ থাকায়  কোটি কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি মরিচিকা ধরে  নষ্ট হচ্ছে। রেশম চাষ অতি লাভজনক একটি পণ্য। বছরে কমপক্ষে পাঁচ বার রেশম চাষ করা যায়। দরিদ্র ও প্রান্তিক চাষীরা স্বল্প পূজিতে রেশম চাষ ও বিপনন করে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন। এ অবস্থায় ১৯৭৭-৭৮ সালে আরডিআরএস নামে একটি বে-সরকারি সংস্থা ঠাকুরগাঁওয়ের দুরামারি নামক জায়গায়(বর্তমানে বিশিক শিল্প নগড়ীতে) এই রেশম কারখানাটি স্থাপন করে ।
লাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ১৯৮১ সালে এই কারখানাটি রেশম বোর্ডের কাছে হস্তান্তর করা হয়। ধীরে ধীরে ১০ হাজার চাষী রেশম গুটি উৎপাদনের সাথে সম্পৃক্ত হয়ে পড়ে। পরে টানা ২৬ বছরে এ কারখানাটি ৬ কোটি ৫০ লাখ টাকা লোকসান দেয়। এ অবস্থায় লোকসানের অজুহাতে তৎকালিন বিএনপি সরকারের আমলে ২০০২ সালের ৩০ নভেম্বর মিলটি বন্ধ ঘোষনা করা হয়। ফলে কারখানায় কর্মরত ১৩৪ জন শ্রমিক ও ১০ হাজার রেশম চাষি বেকার হয়ে পড়ে। রেশম কারখানাটি বন্ধ হয়ে পড়ায় লাখ লাখ তুঁত গাছ কেটে  জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তন্মেধ্যে কিছু রেশম চাষি তাদের পেশা কোন মতে আকড়ে ধরে আছে। কিন্তু তাদের সমস্যার শেষ নেই। বর্তমানে ব্যপক তুত গাছ না থাকায় ও ঘরের অভাবে চাষিরা গুটি উৎপাদন করতে পারছে না।
এ ব্যাপরে ঠাকুরগাঁও রেশম বোর্ডের উপ-পরিচালক সুলতান আলী জানান, এখানকার রেশম কারখানটি বন্ধ হওয়ার পরেও প্রায় ২শ রেশমচাষী বর্তমানে গুটি উৎপাদন করছেন। এতে করে এলাকার কৃষকরা গত বছর প্রায় ৫ হাজার কেজি কাচা গুটি বিক্রি করে প্রায় ১১ লাখ টাকা আয় করেছেন। তাই ঠাকুরগাওয়ে দ্বিতীয় ভারী শিল্প কারখানা হিসেবে এ রেশম কারখানাটি চালু করার জন্য সব শ্রেণী ও পেশার মানুষের দাবি হয়ে পড়েছে ।

Spread the love