১৪ দলীয় জোটের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘১৪ দলের মূল নেত্রী শেখ হাসিনা। তিনি ১৪ দলের ঐক্যের প্রতীক। তার অনুপ্রেরণায় ১৪ দল গঠিত হয়েছে।
বুধবার ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ১৪ দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন আদর্শিক জোট। শুধু ক্ষমতা ভাগাভাগি, নির্বাচনের জন্য নয়, ঐক্যবদ্ধভাবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে এই ১৪ দল গঠিত হয়েছে। ১৪ দল আছে, থাকবে। যতদিন আমাদের লক্ষ্য অর্জন না হয়, ততদিন থাকবে।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, ১৪ দলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যান। প্রয়োজনে ১৪ দল আরো সম্প্রসারিত হবে। এর কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তা না হলে ওই অশুভ শক্তি অনৈক্যের ফাঁটল দিয়ে ঢুকে আমাদের ছুরিকাহত করবে। ১৯৭৫ সালের কথা ভুলে গেলে চলবে না। এটা মনে রেখে আমাদের কাজ করতে হবে।’
মোহাম্মদ নাসিম বলেন, ‘খালেদা জিয়া দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন অপশক্তির সাহায্য নিয়ে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছে। আমাদের অন্য কোনো শক্তির প্রয়োজন নেই। আমাদের আছে জনগণের শক্তি। আমরা জনগণের শক্তিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কৃষক, শ্রমিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাইকে ঐক্যবদ্ধ করে গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ করব।’
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি, যারা স্বাধীনতাকে মেনে নিতে পারে নাই, সেই পাকিস্তানের প্রেতাত্মা বিএনপি-জামাত জোট দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে গুপ্তহত্যা চালাচ্ছে। যখন থেকে জননেত্রী শেখ হাসিনা দেশে যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম শুরু করেছেন, তখন থেকেই এই স্বাধীনতাবিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে আসছে। তারা সরকারকে উৎখাত করতে চেয়েছিল। জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে ২৪৯ জন নিরীহ জনগণকে তারা হত্যা করেছে। এখন তারা গুপ্তহত্যা শুরু করেছে। এই গুপ্তহত্যার পেছনে আর কেউই নয়, বিএনপি-জামায়ত জড়িত।’
যৌথসভায় বক্তারা আগামী ১৯ জুন ১৪ দলের মানববন্ধন কর্মসূচি সফল করার জন্য স্বাধীনতার স্বপক্ষের সকল সংগঠনকে সর্বাত্মকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
সভায় মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।