
এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের বিরলে ৯৯৯-এ কল পাওয়ার পর এএসআই নুর ইসলাম খাদ্য নিয়ে ছুটে গেলেন পানিবন্দী মানুষের বাড়িতে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের কাঞ্চন নতুন পাড়া গ্রামের জনৈক জুলেখা নামের এক মহিলা তারা পানিবন্দি এবং না খেয়ে আছেন বলে জাতীয় জরুরী সেবা (৯৯৯)-এ কল দেন। ঢাকা থেকে বিষয়টি বিরল থানায় জানানো হলে, বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মাওলা শাহ্ এর দিক নির্দেশনায় রাত সাড়ে ৮ দিকে এএসআই(নিঃ)মোঃ নূর ইসলাম নিজ অর্থায়নে শুকনো খাবার ও প্রয়োজনীয় ত্রাণ নিয়ে পানি বন্দী জুলেখা বেগমের বাড়ীতে হাজির হন। পুলিশের এমন মানবিক সেবায় বিষয়টি প্রশংসনীয় হিসাবে দেখছেন সাধারণ মানুষ।