
মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলার আস্করপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর-২০২৩) বিকেল ৫টায় আস্করপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, মানব পাচার, গুজব, কিশোর গ্যাং, সাইবার ক্রাইম, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং ডেঙ্গু সংক্রামনরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে সামাজিক সচেতনতা ও আলোচনা বিষয়ক কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিংয়ের এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাজেদুর রহমান, মোঃ জিয়াউর রহমান,
আস্করপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন, আস্করপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোছাঃ জাকিয়া সুলতানা, মুরারিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান প্রমূখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ হোসেন বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই। মাদক সকল অপরাধের মা। মাদকসেবিরা বাবা-মা, প্রতিবেশীসহ সকলের সাথে খারাপ আচরন করে। শুধু ওসি ও ইউএনও একার পক্ষে মাদক প্রতিরোধ ও বাল্যবিবাহ ঠেকানো সম্ভব নয়। আমাদের সবাইকে ওসির ভূমিকা পালন করতে হবে। তিনি যে কোন মূল্যে সমাজ থেকে মাদকসেবিদের প্রতিহত করার আহবান জানান।
সভায় অন্যান্য বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, যৌতুক, বাল্যবিবাহ, আত্মহত্যা, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স ও মানব পাচারের মত অপরাধ প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন হতে হবে। বক্তারা এসব অপরাধ দমনে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান।