মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ শুক্রবার৷ নির্বাচনে ১৫ পদে ২টি প্যানেল থেকে ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ বিকেল ২ টা থেকে ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে৷ এতে ৪৭৮ জন ভোটার ভোট প্রদান করবেন৷
অনুষ্ঠিত খিলের শেষ দিনে নির্বাচন কমিশনারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন৷ প্যানেল দু’টি হছে ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীজী ঐক্যজোট ও আওয়ামীলীগের নেতৃত্বে মহাজোট সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ৷
দিনাজপুর জেলা আইনজীবী সমিতির বাংলা ১৪২২ বাংলা সনের ১ বছর মেয়াদী কার্যকরী কমিটির নির্বাচন আজ শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হবে৷ এ নির্বাচনে দু’টি প্যালে ৩০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ প্যানেল দু’টি হাে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত (হালিম-আমিন) প্যানেল ও আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (জুগলু-লিটন) প্যানেল৷
বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোট সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোট সমর্থিত (হালিম-আমিন) প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মো. আব্দুল হালিম, সহ-সভাপতি মোঃ মইনুল ইসলাম ও মো. আবু আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ একরামুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ রইস উদ্দীন, মোঃ মাহফুজুর রহমান খাঁন বিপুল, কোষাধ্যক্ষ মো. রিয়াজুল ইসলাম শাহ, সমাজ কল্যাণ ও ধর্ম সম্পাদক মোঃ মাইনুল আলম, শিক্ষু ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহীনুর ইসলাম (শাহীন), পাঠাগার সম্পাদক মোঃ মাহাফুজ আলী চৌধুরী, সদস্য একেএম মঞ্জুর রশীদ (রতন), মো. আজেদুর রহমান, মোঃ মনিরুল ইসলাম শাহ, মোঃ রেজাউল ইসলাম ও মো. ওবায়দুল ইসলাম৷
অপরদিকে আওয়ামীলীগের নেতৃত্বে ১৪ দল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনিত (জুগলু-লিটন) প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি মোঃ আজিজুল ইসলাম জুগলু, সহ-সভাপতি মো. নুরুল ইসলাম-৪ ও মিসেস নাসিমা আখতার (রিনু), সাধারণ সম্পাদক মোঃ মেহবুব হাসান চৌধুরী (লিটন), সহ-সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক ও মোঃ রবিউল ইসলাম (রবি), কোষাধ্যক্ষু এনএইচ মাহবুব-উল-হক (বাবু), ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন-২, শিক্ষু ও সাংস্কৃতিক সম্পাদক মোছা. সাবিনা ইয়াসমিন (কাকলী), পাঠাগার সম্পাদক মোঃ আব্দুল জব্বার-৩, সদস্য মোঃ মজনু সরদার, মোঃ জোবাইদুর রহমান সেজু), আহম্মেদ মন্ডল, মো. রেয়াজুল ইসলাম (রাজু) ও সৌরভ রায়৷
এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এ্যাড. আশফাক আহম্মদ, নির্বাচন কমিশনার হিসেবে এ্যাড. সরোজ গোপাল রায় ও এ্যাড. মিসেস জাহানারা বেগম (মনা চৌধুরী) দায়িত্ব পালন করবেন৷