
মোঃ ইউসুফ আলী, দিনাজপুর : বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষ শান্তিতে থাকলেও শুধু শান্তিতে নেই খালেদা জিয়া ।
শনিবার বিকেলে ৪টায় দিনাজপুরের বিরল উপজেলার বিজোরা ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন শেষে চৌমহনী হাট ঈদগাহ্ মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরও বলেন জনগন খালেদা জিয়াকে প্রত্যাখান করায় ১৬ কোটি মানুষের শান্তি বিনষ্ট করতে যুদ্ধাপরাধী জামায়াত শিবিরকে নিয়ে ৫ জানুয়ারী নির্বাচন বন্ধের অজুহাতে মসজিদ, মন্দির, কুরআন শরীফে আগুন দিয়েছিলেন। কিন্তু জনগন আবারও আওয়ামীলীগকে নির্বাচিত করে তাদের সহিংসতার জবাব দিয়েছে।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে ব্ক্তব্য রাখেন বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রমা কান্ত রায়, সাবেক ছাত্র নেতা শরিফুল আজাদ মনি, আ’লীগ বিরল উপজেলার যুব সম্পাদক মোশারফ হোসেন, বিজোড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমুখ।
বিরল এলজিইডি’র বাস্তবায়নে নবনির্মিত বিজোড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ্ আল খায়রুম, দিনাজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ খলিলুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম, বিরল উপজেলা প্রকৌশলী মোঃ মুসা, সহকারী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন।
জনসভা শেষে এমপি খালিদ চৌমহনী হাট শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে শেখ রাসেলের ৫১তম জন্মবার্ষিকীতে কেক কাটেন।