বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের ঢাকার প্রতিবাদ সমাবেশ আবারো পেছালো ।আগামী সোমবার ১৯ দলের সমাবেশ কর্মসূচি পালন করা হবে । বিএনপির সহ-দফতর বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জনি গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান।
এর আগে শনিবার এ সমাবেশ পালনের কথা থাকলেও তা পিছিয়ে রোববার পালনের সিদ্ধান্ত নিয়েছিল দলটি। পরে আবারো তা পিছিয়ে সোমবার পালনের সিদ্ধান্ত নেওয়া হলো।
জানা যায়, ৫ জানুয়ারির একতরফা নির্বাচন বাতিল ও সারাদেশে ২৯ জানুয়ারি কালো পতাকা মিছিলে পুলিশের বাধার প্রতিবাদে এই সমাবেশ করা হবে।
বিবৃতিতে বলা হয়- হত্যা, গুম ও রিমান্ডের নামে নেতা-কর্মীদের পুলিশি হেফাজতে নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশকে সফল করতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ ১৯ দলের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।