সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী ও সুপ্রীম কোর্টের বিচারপতিকে শ্রী শ্রী কান্তজিউ মন্দিরে সংবর্ধনা প্রদান

কাশী কুমার দাস, স্টাফ রিপোর্টার ॥ দিনাজপুরের ঐতিহাসিক এবং হিন্দু সম্প্রদায়ের তীর্থ ভূমি শ্রী শ্রী কান্তজিউ মন্দির পরিদর্শনের স্বপরিবারে আসেন প্রধানমন্ত্রীর (উপ-সচিব) প্রেস সেক্রেটারী কেএম শাখাওয়াত মুন ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মোঃ মুজিবুর রহমান।
শুক্রবার দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেটের পক্ষে এজেন্ট রনজিৎ কুমার সিংহ ও কমিটির সদস্য এ্যাডঃ সরোজ গোপাল রায় তাদের ফুল দিয়ে সংবর্ধনা প্রধান করে। এসময় কাহারোল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপঙ্কর বর্মণ উপস্থিত ছিলেন। বিচারপতি মুজিবুর রহমানের সাথে ছিলেন দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রার জজ শ্যাম সুন্দর রায় ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লিমেন্ট রায় ও পুলিশ সুপার কার্যালয়ের সাব ইন্সপেক্টর এমএম রহমান জীবনসহ টুরিষ্ট পুলিশের কর্মকর্তাবৃন্দ। কান্তজিউ মন্দির পরিদর্শন শেষে কান্তজিউ প্রত্নতাত্ত্বিক জাদুঘরের তত্ত্বাবধায়ক শিহাব হোসেন শিমুল সম্মানিত অতিথিদের জাদুঘরের ঐতিহাসিক নিদর্শনগুলো দেখান এবং সে ব্যাপারে বিস্তারিত জানান। প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী কেএম শাখাওয়াত মুন পরিদর্শন বইতে লিখেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় “দেখা হয় না চক্ষু মেলিয়া….! কিন্তু আমি দেখেছি সোনার বাংলাদেশের রূপ আর ঐতিহাসিক কান্তজিউ মন্দির।

Spread the love