২০১৫ সালের পয়লা জানুয়ারিই প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে ৪ কোটি ৪৪ লাখ নতুন বই তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সলিম উদ্দিন চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে ইউএস বাংলা এয়ারলাইন্স আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, আধুনিক বিজ্ঞানসম্মত নতুন শিক্ষানীতি বাস্তবায়ন করা হচ্ছে। শুধু শিক্ষা গ্রহণ করলেই হবে না, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ নিয়ে নিজেদের তৈরি করতে হবে।
রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজি বীর প্রতিক, ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।