সোমবার ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বীরগঞ্জে বিদ্যালয় হতে শিক্ষক গ্রেফতার

মো. আব্দুর রাজ্জাক॥ দিনাজপুরের বীরগঞ্জে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে মোকারম হোসেন নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগে শিক্ষার্থীর বাবা শিক্ষকের বিরুদ্ধে ডেকে নিয়ে গিয়ে শরীরে অমানবিক শারিরিক নির্যাতনের কথা উল্লেখ করেছেন। তবে থানায় দায়ের করা মামলায় যৌন নিপীড়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে এবং সেই অভিযোগে শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বীরগঞ্জ থানার ওসি।
মোকারম হোসেন উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং ভোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বৃহস্পতিবার দুপুরে ভোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে তাকে গ্রেফতার করে পুলিশ।
শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগে জানা যায়, ভোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোকারম হোসেন গত ৫সেপ্টেম্বর মঙ্গলবার পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে শরীরে অমানবিক শারিরিক নির্যাতন করেন। এ ব্যাপারে তিনি উপজেলা শিক্ষা অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন এবং উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা সমাবসেবা অফিসার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং ভোগনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবরে অনুলিপি প্রদান করেন।
অভিযোগ পাওয়ার পর ৩সহকারী শিক্ষা অফিসারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা শিক্ষা অফিস এমন তথ্য জানিয়ে উপজেলা শিক্ষা অফিসার চলতি দায়িত্ব মোছাঃ খাইরুন নাহার বলেন, লিখিত অভিযোগে পাওয়ার পর গত ১১সেপ্টেম্বর ক্লাষ্টার অফিসার গীতা রাণী সরকার, দিলীপ কুমার রায় ও পরিতোষ চন্দ্র সরকারকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা শিক্ষা অফিস। গঠিত কমিটি বিদ্যালয়ে গিয়ে তদন্ত কাজ শুরু করেছে।
তদন্ত কমিটির সদস্য পরিতোষ চন্দ্র সরকার জানান, বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ে গিয়ে তদন্ত কাজ শুরু করেন। তদন্তকাজ চলাকালে শতাধিক লোকজন এসে অভিয্ক্তু শিক্ষককের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন এবং বিদ্যালয় ঘেরাও করে মারমুখী আচরণ করেন। বিষয়টি তাৎক্ষণিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার ও বীরগঞ্জ থানাকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী এবং বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে থানায় নিয়ে আসলে পরিস্থিতি শান্ত হয়।
জানতে চাইলে বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুর রাজ্জাক বলেন, শিক্ষার্থীর বাবা বাদী হয়ে বৃহস্পতিবার শিক্ষককের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় যৌন নিপীড়নের একটি মামলা দায়ের করে। মামলার ভিত্তিত্বে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর-১৫। তারিখ-১৪/০৯/২০২৩ইং।

Spread the love