শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খানসামায় একাডেমিক ভবন উদ্বোধন

খানসাম (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গাড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। গতকাল ২০ সেপ্টেম্বর বুধবার বিকালে ২ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এর পূর্বে প্রধান অতিথি বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপন করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, শিক্ষা প্রকৌশলী আব্দুল আউয়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, খামারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান সাজেদুল হক সাজুসহ দলীয় নেতৃবৃন্দ, ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Spread the love