রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তারাগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ

সুমন আহমেদ, তারাগঞ্জ প্রতিনিধি ॥ রংপুরের তারাগঞ্জে ৪২ টি প্রাথমিক বিদ্যালয়ে একটি করে ওয়াল্টন ল্যাপটপ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে এ্যাসিসটিভ ডিভাইস ও হুইল চেয়ার বিতরন করা হয়েছে।

সোমবার তারাগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক ভাবে ল্যাপটপ বিতরন করেন- রংপুর ২ আসনের এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী (ডিউক) ।

সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসাবে প্রাথমিক শিক্ষা বিভাগ কর্তৃক বরাদ্দকৃত ল্যাপটপ তারাগঞ্জ উপজেলার ৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেয়া হয়। পরবর্তীতে বিশেষ চাহিদা সম্পন্ন (নির্বাচিত) ৮ জন শিশুকে এ্যাসিসটিভ ডিভাইস ও হুইল চেয়ার প্রদান করা হয়।

তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুবেল রানার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমান লিটন, ভাইস বায়জিদ বোস্তামী, সাবিনা ইয়াসমিন , আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান, আওয়ামীলীগ সেক্রেটারী হারুন অর রশিদ বাবুল , বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ৫ ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যম কর্মী ,শিক্ষক ও শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Spread the love