
দিনাজপুর প্রতিনিধি : রেলের পশ্চিমজোনে ঈদ উপলক্ষে পার্বতীপুর-ঢাকা এবং খুলনা-ঢাকার মধ্যে রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল করছে। এ ছাড়া আন্ত:নগর ট্রেনগুলোতে ৬১টি অতিরিক্ত বগী সংযোজন করা হয়েছে।
দিনাজপুরের পার্বতীপুরে ঈদ স্পেশাল ট্রেন দু’টি গতকাল ৩ অক্টোবর থেকে ঈদের পূর্ব দিন পর্যন্ত এবং ঈদের পরদিন ৭অক্টোবর থেকে ১১অক্টোবর পর্যন্ত চলাচল করবে।
পশ্চিম রেলের জেনারেল ম্যানেজার আব্দুল আউয়াল ভূইয়া বলেন, পশ্চিম রেলওয়ে ২টি ঈদ স্পেশাল ট্রেন পার্বতীপুর-ঢাকা এবং খুলনা-ঢাকার মধ্যে চলাচল করবে। খুলনা-ঢাকার মধ্যে চলাচলকারী ৭৫০ আসনের স্পেশাল ট্রেনটি ১০টি কোচ নিয়ে সকাল সাড়ে ১০টায় খুলনা ছেড়ে ঢাকায় পৌছাবে রাত ৮টা ২০মিনিটে। আবার ওই ট্রেনটি রাত ৯টা ২৫মিনিটে ঢাকা ছেড়ে খুলনা পৌছাবে সকাল ৭টায়।
৬৬৪ আসনের অপর স্পেশাল ট্রেনটি ৯টি কোচ নিয়ে সকাল ৬টা ৪৫ মিনিটে পার্বতীপুর স্টেশন ছেড়ে ঢাকা পৌছাবে বিকেল ৩টা ৫০মিনিটে। আবার ওই ট্রেনটি বিকেল ৫টা ২০মিনিটে ঢাকা ছেড়ে পার্বতীপুর পৌছাবে রাত ৩টায়। এছাড়াও পার্বতীপুর-ঢাকা, রাজশাহী ঢাকা, খুলনা-ঢাকা, লালমনিরহাট-ঢাকা এবং রংপুর-ঢাকার মধ্যে চলাচলকারী প্রতিটি আন্তনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযুক্ত করা হবে।
এরই মধ্যে সৈয়দপুর কারখানায় ৬১টি যাত্রীবাহী কোচ মেরামত শেষে রেলের বহরে সংযুক্তি করা হয়েছে। এদের মধ্যে রয়েছে ব্রডগেজ সেকশনের ৪৪টি কোচ। বাকি ১৭টি মিটার গেজ।
পার্বতীপুর কেন্দ্রীয় লোকমোটিভ কারখানা প্রধান নির্বাহী মৃণাল কান্তি বণিক জানান, ইতিমধ্যে লালমনিরহাট ডিভিশনের জন্য দুইটি ও ঈদ স্পেশাল ট্রেনের জন্য একটি ইঞ্জিন থেকে মেরামত শেষে রেলওয়েকে হসত্মামত্মর করা হয়েছে।
পার্বতীপুর-ঢাকা রুটের ট্রেনটি যাত্রা পথে ফুলবাড়ী, বিরামপুর, পাঁচবিবি, জয়পুরহাট, আক্কেলপুর, সান্তাহার, আহসানগঞ্জ, মাধনগর, নাটোর,ঈশ্বরদী বাইপাস, মুলাডুলি, চাটমোহর, বড়াল ব্রীজ, লাহিড়ী মোহনপুর, উলাপাড়া, জামতৈল, বঙ্গবন্ধু সেতু পূর্ব, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, টাঙ্গাইল, মির্জাপুর, জয়দেবপুর, ঢাকা বিমান বন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে।
আর খুলনা-ঢাকা রম্নটের স্পেশাল ট্রেনটি যাত্রা পথে নোয়াপাড়া, যশোহর, কোট চাঁদপুর, উথলী, দর্শনাহলনট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদাহ, ভেড়ামারা, ঈশ্বরদী বাইপাস, চাটমোহর, বড়ালব্রীজ, শরৎনগর, উলাপাড়া, লাহিড়ী মোহনপুর, উলাপাড়া, বঙ্গবন্ধু সেতু পূর্ব, বঙ্গবন্ধু সেতু পশ্চিম, মির্জাপুর, মৌচাক, জয়দেবপুর, ঢাকা বিমান বন্দর স্টেশনে যাত্রা বিরতি করবে। ট্রেন দু’টিতে প্রথম শ্রেনী (এসি কোচ) ও শোভন সাধারন আসন থাকবে।