বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

২দিনব্যাপী ডিজিটাল মেলা সমাপ্ত

বিষ্ণু পদ রায়,পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি : পীরগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত দুই দিনব্যাপী ডিজিটাল মেলার বৃহস্পতিবার সন্ধায় সমাপ্ত হয়েছে। মেলায় উপল্েয বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, বির্তক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মেলায় ১৪টি স্টল স্থান পায়। সমাপনী দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাবেক এমপি ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক প্রমূখ । উল্লেখ্য গত বুধবার উপজেলা পরিষদ চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ।