সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

২০১৬ সালের মধ্যে ৬৮ হাজার গ্রামে বিদ্যূৎ পৌঁছাবে : এমপি খালিদ মাহমুদ চৌধুরী

Bochaganjবাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহ্মুদ চৌধুরী এমপি বলেছেন, মানুষের ৫টি মৌলিক চাহিদার পাশাপাশি বিদ্যুৎ চাহিদা মেটাতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রায় ১৯ লাখ টাকা ব্যয়ে বোচাগঞ্জ উপজেলার ৩নং মুশিদহাট ইউনিয়নের পশ্চিম মতিজাপুর গ্রামের ৬৫টি বাড়ীতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হচ্ছে। তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদন হত মাত্র ৩ হাজার মেগওয়াট কিন্তুু প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শিতায় কারনে বর্তমানে দেশে বিদ্যূৎ উৎপাদন হচ্ছে ৭ হাজার মেগওয়াট।
যার ফলে দেশে এখন আর লোড সেডিং হচ্ছে না। তিনি আরো বলেন, বিগত বিএনপি সরকার দেশের অর্থ লুটপাট করায় বিদ্যুৎ সেক্টরে চরম বিপর্যয় নেমে এসেছিল। সারাদেশে লোড সেডিংয়ের মাত্রা চরমভাবে বেড়েছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার যেভাবে বিদ্যুৎ উৎপাদনের প্রতি এগিয়ে যাচ্ছে তাতে আগামী ২০১৬ সালের মধ্যে বাংলাদেশের ৬৮ হাজার গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে।
আজ রবিবার বেলা ১২টায় দিনাজপুর পললী বিদ্যুৎ সমিতি-১ এর আয়োজনে বোচাগঞ্জ উপজেলার মতিজাপুর গ্রামে শুভ বিদ্যূতায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ জাফরূললাহ সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পললী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার কাজী মোঃ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফসার আলী প্রমুখ। পরে প্রধান অতিথি সুইচ টিপে আনুষ্ঠানিকভাবে মতিজাপুর গ্রামে শুভ বিদ্যুৎতায়ন উদ্বোধন করেন। এছাড়াও তিনি, দুপুর ১টায় সেতাবগঞ্জ পৗরসভাধীন পাঁচপুকুর এলাকায় অবস্থিত মৎস্য বীজ উৎপাদন খামারে নুতন তৈরীকৃত কার্প হ্যাচারীর ১ম পর্যায়ের রেনু পরিদর্শন করেন।
এসময় তিনি খামারের উন্নয়ন ও বিভিন্ন অবকাঠামোর রক্ষনাবেক্ষন করার পরামর্শ দেন। সেই সাথে খামারটিকে আধুনিকায়ন করার জন্য প্রচেষ্ঠা চালাবেন বলে জানান। এসময় খামার ব্যবস্থাপক ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ আবুল কালাম আযাদসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে বিকাল সাড়ে পাঁচটায় স্থানীয় আব্দুর রৌফ চৌধুরী অডিটোরিয়ামে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।