
দিনাজপুর প্রতিনিধি : পররাষ্ট্র মন্ত্রী এ.এইচ মাহমুদ আলী বলেছেন ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম ও বাড়ী বিদ্যুতের আলোয় আলোকিত হবে। এ প্রসঙ্গে তিনি বিদ্যুৎ ব্যবহারকারীদের আহবান জানিয়ে বলেন, শুধুমাত্র বিদ্যুতের আলোয় আলোকিত করলেই চলবে না। এই বিদ্যুৎ ব্যবহার করে শিক্ষা, সংস্কৃতিসহ সার্বিক ক্ষেত্রে সমাজকে আলোকিত করতে হবে।
তিনি শুক্রবার বিকেলে দিনাজপুর খানসামা উপজেলার জাহাঙ্গীরপুর আশ্রয়নে গ্রাম বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
পররাষ্ট্র মন্ত্রী এ.এইচ মাহমুদ আলী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার বিদ্যুতের উন্নয়ন না করে খাম্বা নির্মানের নামে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে দেশে অভাবনীয় বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে। এ সরকার ক্ষমতায় আসার সময় দেশে বিদ্যুৎ উৎপাদন ছিলো ৩ হাজার ৫’শ মেগাওয়াট। কিন্তু বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে।
তিনি বিদ্যুতের সঠিক ব্যবহার ও বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহবান জানান।
আওয়ামীলীগ সরকারের আমলে দেশে বিভিন্ন উন্নয়নের কথা উলেখ করে পররাষ্ট্র মন্ত্রী এ.এইচ মাহমুদ আলী বলেন, দেশে ১৬ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে আওয়ামীলীগ দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। কিন্তু বিগত ৬ বছরে কৃষকদের ভর্তুকী প্রদানসহ কৃষকদের বিভিন্ন সমস্যা নিরসন করে খাদ্য উৎপাদন বৃদ্ধি করে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমানে সারাদেশে খাদ্য গুদামে ১৮ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে বলে তিনি উলেখ করেন।
পররাষ্ট্র মন্ত্রী এ.এইচ মাহমুদ আলী বলেন, সমাজের অসহায় ও দুর্দশাগ্রস্থ মানুষের মুখে হাসি ফোটাতে শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর। আর এ লক্ষ্যেই দেশের সব মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ ৭৪ প্রকার ভাতা প্রদান করা হচ্ছে।
আওয়ামী লীগ খানসামা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ জসিম উদ্দীন বিএসসি-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিনুর আলম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য জেড এইচ মোহাম্মদ আলী শামীম, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, সহ-সভাপতি প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, ১নং আলোকঝাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোকসেদুল গণি রাববু শাহ্। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল মতিন সরকার।