
জিন্নাত হোসেন : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, বিশ্বায়নের এই যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের আধুনিক, বিজ্ঞানসম্মত এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, নিরক্ষরমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশকে একটি শিক্ষিত জাতিতে পরিণত করতে শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই।
তিনি ২ নভেম্বর রোববার দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নে মাকিহারী প্রাথমিক বিদ্যালয়ের ৬১ লক্ষ টাকা ব্যায়ে নব-নির্মিত ভবনের উদ্বোধনকালে বক্তব্য রাখছিলেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, বিশ্বায়নের এই যুগে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার আধুনিক ও বিজ্ঞান সম্মত শিক্ষা ব্যবস্থা চালু করতে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে। এই শিক্ষানীতির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষার্থী হিসেবে গড়ে তোলা।
তিনি বলেন, দেশে বর্তমানে ভালো মানুষের বড় অভাব। তাই শিক্ষার্থীদের শুধুমাত্র ভালো ছাত্রছাত্রী হলেই চলবে না, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির সেবা করতে হবে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে আগামী প্রজন্মকেই।
বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা চালু করতে জাতীয় শিক্ষানীতি প্রণয়নের পাশাপাশি শিক্ষা ক্ষেত্রের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচীর কথা উল্লেখ করে হুইপ ইকবালুর রহিম বলেন, বর্তমান সরকার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি বিনামূল্যে প্রথম থেকে দশম শ্রেণীর পাঠ্যবই বিতরন করেছে এবং বছরের প্রথম দিনটিতেই শিক্ষার্থীদের হাতে এই বই তুলে দিয়ে শিক্ষাক্ষেত্রে এক যুগান্তকারী কর্মসূচী চালু করেছে। শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে এবং তথ্যনির্ভর শিক্ষা দিতে ইতিমধ্যেই প্রায় প্রতিটি বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। সরকারের এসব সুযোগ গ্রহণ করে একটি শিক্ষিত জাতি গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি তিনি আহবান জানান।
হুইপ ইকবালুর রহিম শিক্ষার্থীদের নিজেদের যোগ্য মানুষ প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির এবং এদেশের আপামর জনতার কল্যানে কাজ করার আহবান জানান।
১০ নং কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইব্রাহিম সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, ১০নং কমলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহচান হাবিব সরকার, শহরের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আক্তারুজ্জামান জামান, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবাক শাহ্ রেজওয়ান-উর-রহমান পলাশ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাকিহারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।