রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

২০২১ সালের মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ সরবরাহ করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

মোঃ ইউসুফ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, বিএনপি-জামাত জোট দেশের বিদ্যুৎ সেক্টরকে দূর্নীতির কুরুক্ষেত্রে পরিণত করেছিল। জনগণের এই প্রতিষ্ঠানটিকে তারা তাদের ভাগ্য পরিবর্তনের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে রূপ দিয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান গণগনের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাস্তব প্রদক্ষেপের কারণে ধ্বংস প্রায় এই প্রতিষ্ঠানটি আবার জীবন ফিরে পায়। বিএনপি-জামাত জোটের সীমাহীন লুটপাটের কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন সাড়ে ৩ হাজার মেগাওয়াটে চলে আসে। ২০০৮ সালে আমরা সরকার গঠনের পর নিরলসভাবে এই ধ্বংস প্রায় সেক্টোরে কাজ করে বর্তমানে ১০ হাজার মেগাওয়াটে   নিয়ে আসতে সক্ষম হয়েছি। ২০২১ সালের মধ্যে দেশের সকল গ্রামে বিদ্যুৎ সরবরাহ করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। ২০২১ সালের পর একটিও বাড়ি আর বিদ্যুবিহীন থাকবেনা। এটাই আমাদের অঙ্গীকার। গত বুধবার (২৮ মে) বিকেলে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি – ২ আয়োজিত পার্বতীপুর উপজেলার ২নং মনমথপুর ইউনিয়নের তাজনগর গ্রামে পল্লী বিদ্যুৎতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী উপরোক্ত কথা বলেন। এসময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ইউএনও মোঃ রাহেনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামাণিক, সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম, স্থানীয় ইউপি চেয়ারম্যান, মোঃ ওয়াদুদ শাহ্, ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ রাজা, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার প্রমুখ। মন্ত্রী এর আগে বিকেল ৩ টায় পার্বতীপুর পৌর অডিটরিয়ামে উপজেলার সকল প্রাথমিক শিক্ষকদের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠান এবং বিকেল ৪টায় পার্বতীপুর ষ্টেডিয়ামে শেখ রাসেল স্মৃতি সংঘ আয়োজিত পায়রা ও বেলুন উড়িয়ে মন্ত্রী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। এসময় পার্বতীপুর পৌরসভার মেয়র এজেডএম মেনহাজুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রী পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অপরদিকে প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি ২৯ মে বৃহস্পতিবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপজেলা আ’লীগের সভাপতি মোঃ হায়দার আলী শাহ্, সাধারন সম্পাদক মোঃ মুসফিকুর রহমান বাবুল, আ’লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আ’লীগ সহ সকল অঙ্গ সহযোগী সংহগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।