সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট‘র এপিএ ও শুদ্ধাচার কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন শীর্ষক লার্নিং সেমিনার

দিনাজপুর প্রতিনিধি॥ শনিবার দুপুর ২টায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট‘র এপিএ ও শুদ্ধাচার কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন শীর্ষক লার্নিং সেশন সেমিনার অনুষ্ঠিত।
এপিএ ও শুদ্ধাচার কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন শীর্ষক লার্নিং সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বাজেট ও মনিটরিং অধিশাখার নাজিয়া শিরিন। তিনি তার বক্তব্যে বলেন, লাগসই কৃষিপ্রযুক্তি, দক্ষ ব্যবস্থাপনা, আধুনিক কলাকৌশল, উন্নত জাতের গম ও ভুট্টা বীজ উদ্ভাবন, পুষ্টি সংযোজন, অবমুক্তকরণ, উন্নত ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান এবং প্রযুক্তি হস্তান্তর ও সম্প্রসরণ করে নবসৃষ্ট বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট।
সভাপতিত্ব করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. গোলাম ফারুক। কর্মশালায় বিভিন্ন কৃষি বিভাগের নিযোজিত কর্মকর্তা, মাঠ কর্মী ও কৃষকেরা অংশগ্রহন করেন।
কর্মশালা শেষে বিডাব্লিউএমআরআই‘র গবেষণাগার, স্বাস্থ্য কেন্দ্র, লাইব্রেরী, ইন্সেক্টারিয়াম, গ্রীণহাউজ ও স্ট্রেস রিসার্চ কমপেক্স এর চলমান গবেষণা কার্যক্রম পরিদর্শন করেন।

Spread the love