
জিন্নাত হোসেন : মরহুম সরফরাজ আলী খাঁ ও দিনাজপুর সমাজ সেবা কার্যালয়ে কর্মরত রেজওয়ানা খানম এর কন্যা এবং ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রণীর ছাত্রী রৌদ্রি উত্তরবঙ্গ সেরা রাউন্ড ভিত্তিক ২১শে স্বর্ণ পদক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৪ এর নিত্য বিভাগে সেরা ১৫তে অবস্থান করছে। তাকে সেরা দশে নিয়ে আসতে ভোট করুন। রৌদ্রি কে ভোট করতে আপনার মোবাইলের মেসেজ অপসনে গিয়ে টাইপ করুন ২১ স্পেজ ROUDRY লিখে ২৩২৩ নম্বরে সেন্ড করুন যে কোন মোবাইল থেকে যত খুশি ততবার।