সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

২৫ বছরেও নির্মাণ হয়নি ব্রিজটি হাজারো মানুষের দুর্ভোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ভোট আসলেই স্থানীয় ৫ বারের সংসদ সদস্য দবিরুল ইসলাম নহনা নদীর উপর ব্রিজ নির্মাণের কথা বলেন। কিন্তু পঁচিশ বছর চলে গেল কিন্তু কথার সঙ্গে কাজের কোনো মিল হলো না। এখনও সেখানে ব্রিজ নির্মাণের কাজ তো দূরের কথা কেউ ফিরেও তাকায় না। স্থানীয় লোকজন নিজ উদ্যোগে সাঁকো নির্মাণ করেছেন।’

জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের শাহাবাজপুর গ্রামের এ নদীর  উপর একটি ব্রিজের জন্য এভাবেই ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী ।

এ নদী পারাপারে নেই কোনো ব্যবস্থা তাই এখানকার মানুষরা প্রতিনিয়ত পার হয় একটি নড়বড়ে বাঁশের সাঁকো দিয়ে। একটি স্থায়ী ব্রিজের অভাবে এলাকার অন্তত ৩০ হাজার মানুষ নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

মারাত্মক ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন নদী পাড় হচ্ছে কলেজ-মাদরাসার ছাত্র-ছাত্রীসহ কয়েক হাজার পথচারী। নদীটির ওপর কোনো পাকা সেতু না থাকায় ৭ কিলোমিটার ঘুরে যানবাহন নিয়ে চলাচল করতে হয়। শাহাবাজপুর গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া নহনা নদীর ওপর একটি সেতু নির্মাণ দু’পাড়ের জনগণের দীর্ঘ দিনের দাবি।

বিগত ২৫ বছর ধরে জনপ্রতিনিধি সেতু নির্মাণের আশ্বাস দিলেও এ পর্যন্ত এলাকাবাসীর ভাগ্যে দুর্ভোগ ছাড়া আর কিছুই জোটেনি।

নহনা নদীর উপর একটি বাঁশের সাঁকো আছে। এ সাঁকো দিয়ে কোনো রকমে পারাপার সম্ভব হলেও কোনো যানবাহন চলাচল করা সম্ভব নয়। এরফলে এলাকাবাসী তাদের উৎপাদিত খাদ্যশস্য, কৃষিপণ্যসহ বিভিন্ন কাঁচামাল বাজারসহ অন্যান্য হাটে নিয়ে আসতে অসুবিধার সম্মুখীন হন।

ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে অনেকটা ভীতির মধ্যে অভিভাবকরা তাদের সন্তানদের স্কুলে পাঠান। অনেক সময় যাতায়াতকারী পথচারীরা সাঁকো ভেঙে নিচে পড়ে আহত হয়।

ব্যবসা-বাণিজ্য, হাট-বাজার, কৃষি কাজ ও লেখাপড়ার জন্য দু’পাড়ের মানুষকে প্রায় সময়ই নদী পার হতে হয়। কিন্তু দুর্ভাগা মানুষরা সেতুর অভাবে নানা ভোগান্তিতে পড়েন। বাঁশের সাঁকো যেন পারাপারের একমাত্র ভরসা।

এলাকাবাসী অভিযোগ করে জানান, আমরা এ অঞ্চলের অবহেলিত জনগণ। আমরা অনেক দিন ধরে একটি ব্রিজের স্বপ্ন দেখে আসছি কিন্তু আমাদের স্বপ্ন যেন স্বপ্নই রয়ে গেলো দুঃখজনক হলেও সত্য আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নটি বাস্তব রূপ ধারণ করলো না।

তারা আরও জানান, এমপি সাহেবের কাছে আমাদের প্রশ্ন আর কত দিন অপেক্ষা করার পর আমাদের স্বপ্ন বাস্তবে রূপ ধারণ করবে? বাপ-দাদারা কষ্টে করে গেছে আমরা কি আর আরাম করতে পারবো? আমাদেরও কষ্ট করে যেতে হবে। দেশের কত জায়গায় কত কিছু উন্নত হলো কিন্তু আমাদের এলাকার এই ব্রিজটি নির্মাণ হলো না। এখনও আমরা আশায় আছি এমপি সাহেব আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নটি পূরণ করবেন।

শাহাবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমার স্কুলে শিক্ষার্থীরা বাঁশের সাঁকো দিয়ে অত্যন্ত ঝুঁকিতে পারাপার হয়। স্কুলে অনেক শিক্ষার্থী বাঁশের সাঁকো পারাপারের ভয়ে অন্য স্কুলে যেতে বাধ্য হচ্ছে। আমার স্কুলের শিক্ষার্থীদের বেশি কষ্ট হয় বৃষ্টির দিনে। বৃষ্টিতে বাঁশের সাঁকো ভিজে পিচলা হয়ে যায় ফলে স্লিপ কেটে নিচে পরে আহত হওয়ার ঘটনাও ঘটেছে অনেকবার।’

এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার জানান, বাঁশের সাঁকোটির বদলে একটি ব্রিজ ওই এলাকার মানুষের প্রাণের দাবি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক বার জানানো হয়েছে। কিন্তু এখনো ব্রিজ নির্মাণে বরাদ্দ পাওয়া যায়নি।

ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম জানান, প্রতিবারে এই ব্রিজ নির্মাণের জন্য আবেদন করা হয়। আশা করি খুব শিগগিরই ব্রিজ নির্মাণের বরাদ্দ পাওয়া যাবে।

Spread the love