বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

২ দিনের মাথায় আবারো গাঁজা উপত্যকায় বিমান হামলা চালালো ইসরাইল

02 israel-gazaদু’দিনেরও কম সময়ের মধ্যে নতুন করে আবারো বিমান হামলা চালালো ইসরাইল। ইহুদিবাদি ইসরাইল অধিকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাঁজা উপত্যকায় এ বিমান হামলা চালিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। অবশ্য এসব হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ফিলিস্তিনের হাসপাতাল এবং নিরাপত্তা সূত্র থেকে জানানো হয়েছে, গতরাতে গাঁজার উত্তর ও দক্ষিণ অংশের পাঁচটি এলাকায় আঘাত হেনেছে ইহুদিবাদি জঙ্গি বিমানগুলো। অবশ্য তেল আবিবর দাবি, গাঁজা থেকে ইসরাইলকে লক্ষ্য করে কথিত রকেট হামলা চালানোর প্রতিশোধমূলক  ব্যবস্থা হিসেবে এসব বিমান হামলা চালানো হয়েছে। সম্প্রতি অবরুদ্ধ এ উপত্যকার ওপর ইহুদিবাদি ইসরাইলের হামলা বেড়েছে। শুক্রবার খুব ভোরে ইসরাইলি জঙ্গি বিমান গাঁজার বিভিন্ন এলাকায় সাত দফা হামলা করেছে এবং ১৮টি রকেট ছুঁড়েছে।