
আমি লেখক নই, কবি নই। এরপরেও কিছু লিখি নিজে পড়ার জন্যে, আগ্রহী অন্যকেও পড়ানোর জন্যে। এটা অনেকটা আগের দিনের হাতে লিখা ডায়েরির মত। অনেক দিন পরে যখন একটা পুরাতন লিখা পড়ি, তখন বেশ ভালই লাগে। এই লিখা যদি মুছে না যায় যখন আমি থাকব না তখন আমার সন্তানেরা কিংবা শুভাকাঙ্ক্ষীরা তা পড়তে পারে। হয়ত তারা আমার অনুপস্থিতিতে আমার অস্তিত্ব খুজে পেতে পারে আমার লিখার মাঝে।
আমরা রাজনীতি নিয়ে কথা বলতে খুব একটা পছন্দ করি না। কারণ খুবই স্পর্শকাতর বিষয়, নিরপেক্ষতা ক্ষুন্ন হওয়ার আশংখা। কিন্তু আমি মাঝে মাঝে কিছু বলার চেষ্টা করি নতুন কিছু চিন্তা সৃষ্টির জন্যে। রাজনীতি একটি দেশের জন্যে অবশ্যম্ভাবী একটি বিষয়। আমরা নি:সন্দেহে বর্তমানে একটি খারাপ রাজনৈতিক প্রক্রিয়ার মাঝ দিয়ে যাচ্ছি। শুধু আমরা নই সম্ভবত গোটা বিশ্ব। এর আছর পড়েছে পারিপার্শ্বিক সব ফিল্ডেই। আমরা এখন অহংকার করে বলতে পারিনা, আমাদের একজন সরোওয়ার্দী ছিল, একজন শেরে বাংলা, একজন শেখ মুজিব কিংবা মওলানা ভাসানী ছিল। তেমনি অন্য ফিল্ডেও নেই সেই শিক্ষক, সেই আমলা, সেই সেনাপতি, সেই বিচারপতি, সেই সাংবাদিক ইত্যাদি।
তবে এভাবে চলবে না। পরিবর্তন আসবে, আসতে হবেই। কারন পৃথিবী সৃষ্টির পর থেকেই এক এক সময় এক একটি বিষয় রাজত্ব করেছে। এক সময় ছিল সাহিত্য চর্চার যুগ, এক সময় ছিল বিজ্ঞানের যুগ, এক সময় ছিল রাজ্যের পর রাজ্য জয়ের যুগ ইত্যাদি। তেমনি এখন চলছে টাকা আয়ের যুগ। টাকা চাই টাকা। কেমনে আসবে কে খাবে চিন্তার সময় নেই।
এই টাকার জবাবহীন বিস্তার গোটা সমাজ ব্যবস্থাকে অস্থির করে তুলেছে। এর জন্যে অনেকেই দায়ী তবে আমার মতে মুল দায়ভার অপরাজনীতি। আসছে জাতীয় ইলেকশন। কেমন ইলেকশন হবে, জন অংশগ্রহণ মুলক হবে কি হবে না এ ব্যপারে আমি আগ্রহী নই। কারন ক্ষমতার পরিবর্তন হওয়া না হওয়া আমার মতে নিতান্তই তুচ্ছ বিষয়। আমাদের দেশে গনতন্ত্র হচ্ছে জনশোষনের বৈধ সনদ প্রদানের প্রক্রিয়া মাত্র। কারন যেই ক্ষমতাসীন হউক অলমোষ্ট ২৭৯ টি চেয়ারে বসবেত সেজনই, নেপাল নয়ত শমশের। এরজন্যে শুধু সুবিধাবাদী নেতাই নয়, সুবিধাবাদী অদুরদর্শী জনগনও দায়ী।
আমি সংসদীয় এলাকা দিনাজপুর ১ আসনের একজন অধিবাসী। জ্ঞানত আমার জায়গার জন্যে উল্লেখযোগ্য অবদান রেখেছে এমন কাউকে আমার স্মরনে আসে না। বরং অধিকাংশ সময় অরুচি বোধে আক্রান্ত স্বার্থান্বেষী প্রতিনিধিদের দ্বারা এ অঞ্চল শোষিত হয়ে আসছে। পরিবর্তন এর চিন্তা অনেকটা অসম্ভব ব্যপার। এ অথবা বি কিচ্ছু জায় আসে না। কারন ব্যাক্তি নির্ধারণের প্রধান নিয়ামক অর্থ। টপ টু বটম চেয়ে আছে টাকার দিকে। ৫ বতসরের বানিজ্য। তবে ইনটারেশটিং বিষয় হচ্ছে এই ভুমিদশ্যু, নিয়োগ ব্যবসায়ী, চান্দাখোর, চুংগীবাজ, দালালদের দারাই সাধারণ জনগন নিষ্পেষিত হবে ৫ টি বছর ধরে, আবার তাদেরকেই ভোট দিয়ে জিতার জন্যে নির্লজ্জ ভাবে গলাবাজি করবে এলাকার কৃতি সন্তান, গরীব এর বন্ধু বিভিন্ন বিশেষনে সিক্ত করে। কারন তাদের বিকল্প কেউ নেই।
প্রায়ই একটি অভিযোগ ভালো মানুষত রাজনীতিতে আসেনা।
কিভাবে আসবে?
ভালো মানুষের কি অর্থ আছে কোটি কোটি টাকা চাদা দিয়ে সুনির্দিষ্ট ২/৩ টি দলের নমিনেশন নেয়ার কিংবা কোটি টাকায় ভোটারদের চা পানি খাওয়ানোর?
দিবেন ভোট একজন ২/৩ মার্কা ছাড়া ভালো যোগ্য প্রার্থীকে?
দিবেন না নিশ্চিত।
তখন বলবেন কি হবে ভোট দিয়ে, কারন এ কিংবা বি না হলেত নির্বাচিত করে লাভ নেই।
প্রশ্ন হচ্ছে কি লাভ খুজেন? কি পেয়েছেন আপনার এলাকায়?
শুধুইত চান্দাবাজী, নেশা ব্যবসা, ভুমিদখল দারী আর দালালী। কয়জনকে দেখেছেন স্কুল কলেজে গিয়ে শিক্ষার আলো জালানোর কথা বলতে। কয়জনকে দেখেছেন নির্যাতিত ধর্ষিতা এক নারীর পাশে দাড়াতে। কয়জনকে দেখেছেন গরীব ছাত্র ছাত্রীদের ভালো শিক্ষালয়ে ভর্তিতে সাহায্য করতে। কয়জনকে দেখেছেন গরীব কৃষকের শেষ সম্বল নির্ভেজাল জমিটি দখলদারের হাত থেকে বাচাতে। কয়জনকে দেখেছেন এক গরীব পরিবারের একটি উপযুক্ত সদস্যকে নি:সার্থ ভাবে একটি চাকুরী খুজে দিতে। যতটুকু করে শুধুই মিডিয়া কাভারের জন্যে। কাজেই একজন সাধারণ জনগন হিসাবে শুধুই নেতাদের কাধে দায় চাপিয়ে আপনার দায়ভার এড়াতে পারবেন না।
আসুন সত্য, ন্যয়, সুন্দর এর সাথে থাকি। অসত্য, অন্যয়, নোংরা আমাদের সাময়িক আরাম দিতে পারে কিন্তু দীর্ঘস্থায়ী স্বস্থি নয়। হয়ত হঠাত করে হবে না। পরিবর্তন আনতে হলে শুরু করতে হয়। আর শুরু করলেই পরিবর্তন একদিন আসবেই। ন্যয়,সত্যকে খুজি, সততাকে মূল্যায়ন করি, সত্যের জয় অবশ্যম্ভাবী।
লেখক-এটিএমএ মতিন।
অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা।