৩য় ওয়ানডেতে আগামীকাল বুধবার বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হচ্ছে। চট্টগ্রামে সফরকারী জিম্বাবুয়েকে পর পর ২ ম্যাচে হারানোর পর এবার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের।
সে লক্ষেই আগামীকাল দিবা-রাত্রির এ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হতে যাচ্ছে টাইগাররা। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে চট্টগ্রামের মতই ১ ঘন্টা আগে।
স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায়। সিরিজের ১ম দু’টি ম্যাচ পর পর জয়ের মাধ্যমে চট্টগ্রাম থেকেই টাইগাররা নিয়ে এসেছে সিরিজ জয়ের অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস। এখন সেটিকে শানিত করার আনুষ্ঠানিকতা। এ ম্যাচ জয় করতে পারলেই টাইগাররা ২ ম্যাচ হাতে রেখে নিশ্চিত করবে সিরিজ।
এরপর তারা ঝাঁপিয়ে পড়বে সফরকারীদের হোয়াইট ওয়াশ করার মিশনে।
যেটি আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে মনোবল বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের জন্য র্যাংকিংয়ে এগিয়ে যাবার পথটি সুগম হবে। ইতোপূর্বে জয় পরাজয়ের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে টাইগাররা। জিম্বাবুয়ের সঙ্গে এ পর্যন্ত ৬১টি ওডিআই ম্যাচে অংশ নিয়ে টাইগাইররা জয় পেয়েছে ৩৩টিতে আর হার মেনেছে ২৮টি ম্যাচে। ঘরের মাটিতে আরো বেশি এগিয়ে রয়েছে টাইগাররাই। ঘরের মাটিতে অনুষ্ঠিত ৩০ ম্যাচের মধ্যে টাইগাররা জয় পেয়েছে ১৯টিতে, আর জিম্বাবুয়ে ১১টিতে। জিম্বাবুয়ের মাটিতে সমসংখ্যক ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশের জয় ১৩টিতে আর হার ১৫টিতে। নিরপেক্ষ ভেন্যুতে অবশ্য এগিয়ে আফ্রিকান দেশটি। ৩ ম্যাচের মধ্যে ২টিতে হারের বিপরীতে জয় একটিতে জয় টাইগারদের।
মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, প্রত্যেকটা ম্যাচই নতুন ম্যাচ। সবকিছুই নতুন করে শুরু করতে হবে, ১ম থেকেই ভাল খেলতে হবে। অবশ্যই নতুনভাবে শুরু করতে হবে। কারণ দুই দিনের একটা গ্যাপ গিয়েছে। আবার নতুন একটা ম্যাচ এসেছে, গুরুত্বসহকারে নিতে হবে। সবকিছু মিলিয়ে ঢাকার মাঠে টাইগাররা ধারবাহিকতা রক্ষা করবে বলেই প্রত্যাশা এ দেশের অগনিত ক্রিকেট অনুরাগীর। ইতোমধ্যে স্বাগতিক স্কোয়াডে একটি পরিবর্তনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।