বৃহস্পতিবার ১ জুন ২০২৩ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৩৫ মুক্তিযোদ্ধা সনদ বাতিল

FF৩৫টি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ৩৫ জনের ভূয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করেছে। তাদের মধ্যে একজন উপসচিবসহ ৩০ জনই সরকারি কর্মকর্তা কর্মচারী। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ৩০ জনের সনদ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে, ২ জনের সনদ জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে এবং ১ জনের সনদ ২ ঠিকানা থাকার ভিত্তিতে বাতিল করা হয়েছে। আর বাকী ২ জনের সনদ বাতিল করা হয়েছে বয়স সংগতিপূর্ণ না হওয়ায়।
মন্ত্রী জানান, সনদ বাতিল হওয়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হবে। এ ছাড়া এ ভুয়া সনদ নিয়ে যাঁরা সুযোগ সুবিধা নিয়েছেন, তাদের সে সুযোগ সুবিধা বাতিল করতে এবং সনদবলে এ পর্যন্ত পাওয়া আর্থিক সুবিধা প্রত্যাহারের ব্যবস্থা করতেও জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দেয়া হবে বলে জানা গেছে।