বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

৩ দিনের সফরে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এখন ঢাকায়

৩ দিনের এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এখন ঢাকায়। নেপালের কাঠমান্ডুতে ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন শেষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় তিনি ঢাকায় এসে পৌঁছান। শুক্রবার সকালে নিশা দেশাই গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং ইন্সটিটিউট পরিদর্শন করবেন। এছাড়াও একই দিন বিকেল সাড়ে ৪টায় বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ এবং সন্ধ্যা ৬ টায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবনে সাক্ষাত করার কথা রয়েছে তার।
এছাড়া এ সফরে তিনি সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সম্প্রদায়, তৈরী পোষাকখাতের নেতৃবৃন্দ ও কর্মীদের সাথে সাক্ষাৎ করবেন। প্রসঙ্গত এর আগে গত বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি।

Spread the love