
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ট্রাকচাপায় রবিন্দ্রনাথ সরকার (৩৮) নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
রবিন্দ্রনাথ সরকার পাঁচবিবি উপজেলার সোনাপুর এলাকার মৃত পূর্ণা সরকারের ছেলে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁ মাঠসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাকিমপুর থানার ওসি আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার ডাঙ্গাপাড়া ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় অজ্ঞাত একটি ট্রাক মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রবিন্দ্রনাথ সরকার নামে এক মটর সাইকেল আরোহী এনজিও কর্মী মারা যান। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি আরও জানান।