
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি ॥ দিনাজপুরের ঘোড়াঘাটে হেলমেটের ব্যবহার কমে যাওয়ায় বাড়ছে মৃত্যুর ঝুকি।
জানা যায়, বাংলাদেশ সরকার মটরসাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরার জন্য বাদ্ধতামুলক আইন পাশ করেছে। কারণ, কোন মটরসাইকেল চালক যদি সড়ক দূর্ঘটনার মধ্যে পড়ে মাথায় হেলমেট থাকলে মৃত্যুর হার কম থাকে। মটরসাইকেল চালকদের রাস্তায় সড়ক দূর্ঘটনায় দেখা যায় মাথায় আঘাত লাগার পড় বেশির ভাগই মটরসাইকেল চালক মারা যাচ্ছে।
মাথায় হেলমেটবিহীন মটরসাইকেল চালক দেশের জন জরিপে দেখা যায় প্রতিদিন ১০ জনেরও বেশি মারা যাচ্ছে। তাই বাংলাদেশ সরকার মটরসাইকেল চালকদের রাস্তায় মটরসাইকেল চালানোর সময় মৃত্যুর হার কমাতে মাথায় হেলমেট পরার জন্য বাধ্যতা মূলক আইনপাশ করলেও ঘোড়াঘাটে হেলমেটের ব্যবহার কমে যাওয়ায় বাড়ছে মৃত্যুর ঝুকি।