
মোঃ নুর ইসলাম,দিনাজপুর ॥ দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে গণেশ তলায় অবস্থিত সকলের সুপরিচিত সেণ্ট যোসেফস্ স্কুলে “বিজ্ঞান ও প্রযুক্তি, স্মার্ট বাংলাদেশ গড়ার মূলশক্তি” এই প্রতিপাদকে সামনে রেখে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
২৪ সেপ্টেম্বর’ ২০২৩ রোববার অনুষ্ঠিত বিজ্ঞান ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউট দিনাজপুর এর অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সিস্টার খ্রীষ্টিনা লিপি দেশাই-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, সেণ্ট যোসেফস্ কনভেন্টের সুপেরিও সিস্টার হেলেন গোমেজ। অনুষ্ঠানের শুরুতেই বিজ্ঞান মেলার বিভিন্ন বিষয় এর তথ্য উপস্থাপন করেন অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আহ্বায়ক অত্র বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোঃ আল আমিন।
বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ধরনের বিজ্ঞান মেলার আয়োজনের মাধ্যমে দেশের সকল শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে, তাদের প্রতিভাতে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার এক অনন্য ভুমিকা রাখবে বলে আমি আশাবাদী। আসুন আমরা এই ক্ষুদে বিজ্ঞানীদের মনের ইচ্ছা শক্তিকে আরো শক্তিশালী করে গড়ে তোলার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করে সহযোগিতা করি।
অত্র বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীরা ৫টি বিভাগে এর শতাধিক প্রজেক্টে প্রায় ২৬৫ জন ক্ষুদে বিজ্ঞানী অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মেলা-২০২৩-এ অংশগ্রহণ করে।