শনিবার ৯ ডিসেম্বর ২০২৩ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

দিনাজপুরে চাঞ্চল্যকর ব্যবসায়ী রঞ্জন হত্যা মাললায় আটক ৯

চন্দন মিত্র, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর রেকসিন ব্যবসায়ী রঞ্জন হত্যা মামলায় ৯জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার এজার সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর শহরের নিমতলা মালদাহপট্টিতে সম্পত্তিকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে আসামী গোষ্ট চন্দ্র দাসসহ তার সহযোগী ভাই-বোন এবং কাকাতো ভাইয়েরা মিলে প্রকাশ্যে দিবালোকে রঞ্জন ওরফে রমজানকে মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। সেই দিন রাত দুইটায় জিয়া হার্ট ফাউন্ডেশনে রঞ্জনের মৃত্যু হয়। এই ঘটনায় রঞ্জনের স্ত্রী মোছাঃ নাসিমা খাতুন বাদী হয়ে ১৮জনকে আসামী করে দিনাজপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার মামলা নাম্বার- জিআর ৬৯৫/ ২৩। আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর ২৫ সেপ্টেম্বর এজহারকৃত ৯জন আসামী আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে সিনিয়র চীফ জুডিসিয়াল আমলী আদালত সদর এর বিচারক মোঃ আরিফুল ইসলাম আসামীদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আটককৃত আসামীরা হলেন- দিনাজপুর শহরের মালদাহপট্টি এলাকার মৃত: নিত্য চন্দ্র দাসের ছেলে গোষ্ট চন্দ্র দাস (৬০) ও তার ভাই খোকন চন্দ্র দাস (৪০) এবং বোন ছবি রানী দাস (৪৮), ডলি রানী দাস (৫৫), শিখা রানী দাস (৫০), এছাড়াও একই এলাকার নিহত রঞ্জন ওরফে রমজান এর কাকা ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে ভিমু চন্দ্র দাস (৩০), পল্লব চন্দ্র দাস (২৮), কাকী টপি রানী দাস (৪৫) এবং লিটন চন্দ্র দাসের স্ত্রী স্মৃতি রানী দাস (২৭)। এ প্রসঙ্গে কোর্ট ইন্সপেক্টর একেএম লিয়াকত আলী বলেন, উভয় পক্ষের ঊকিলের শুনানী শেষে বিচারকের আদেশে আসামীদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হলে ৯জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

Spread the love