
মোঃ রিয়াজুল ইসলাম, দিনাজপুর : আইসিটির প্রসার ঘটছে দিনাজপুরসহ সারাদেশেই। বেকারত্বের অভিশাপ থেকে বাচঁতে স্বাধীনভাবে আয়ের পথ খুঁজে অনেকেই আইসিটি নির্ভর ক্যারিয়ার গঠনের চেষ্টা করছেন। কেউবা হচ্ছেন ফ্রিল্যান্সার। আবার অনেকে নিজের দক্ষতায় হচ্ছেন সফলও। তেমনি এক সফল ফ্রিল্যান্সার জীবন কুমার রায় দারিদ্রতার সাথে জীবন যুদ্ধে জয়ী ট্রাক শ্রমিক থেকে এখন লাখোপতি। তার সফলতা দেখে আরও অনেক বেকার তার সাথে এই কাজে যুক্ত হয়েছেন এবং হচ্ছেন। দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউপির তালপুকুর এলাকার পূর্ন চন্দ্র রায়ের ছেলে জীবন কুমার রায়। একভাই এক বোনের মধ্যে সে বড়। এসএসসি পাস করার পর ২০১৭সালের শেষের দিকে কম্পিউটার সায়েন্সে রংপুর টিএমএস পলিটেকনিকে ভর্তি হয়। এ সময় পরিবারে চলছিল দারিদ্রতায় দুর্দিন। তিনবেলা ঠিকমতো খাবার পাওয়ায় কষ্টকর ছিল। আর পড়ালেখা করা তো আরও কষ্টকর। তখন জীবন যুদ্ধে বাচাঁর জন্য জীবন কুমার রাজমিস্ত্রির লেবার আবার কখনও ট্রাকের হেলাপারের কাজ করতে শুরু করেন। কাজ করে সংসারের পাশাপাশি নিজের লেখাপড়ার খরচও যোগান দেয় সে। এ সময় এক স্থানীয় বড়ভায়ের পরামর্শে ২০২২সালের ২মার্চ ফ্রি-ল্যান্সসিং কাজ শেখার জন্য কৃুষ্টিয়া যায়। সেখানে এসইটি-সিএএসএইচ প্রতিষ্ঠানে কাজ শিখে সে। কাজ ভালোভাবে শিক্ষাশেষে তারাই তাকে একটি কম্পিউটার দেয় কাজ চালানোর জন্য। বাড়ীতে ফিরে এসে ওই কম্পিউটারে ফ্রি-ল্যান্সার এর কাজ শুরু করেন। প্রথমবার ২৭হাজার টাকা আয় করার পর আরেকটা ল্যাপটক কিস্তিতে ক্রয় করেন। এরপর এলাকাতেই একটি ছোট্ট অফিস নেয়।সেখানেই শুরু করে ডিজিটাল মার্কেটিং,ওয়েব ডিজাইন এ- ডেভেলপমেন্টের কাজ। আস্তে আস্তে আয় ভাল হতে শুরু হয়। সাথে আরো ১২জন এই কাজে যোগ দেয়। এরপর আর তাকে ফিরে তাকাতে হয়নি। বড়বড় প্রজেক্ট পেতে শুরু করেন। দেশের ছাড়াও আমেরিকা, কানাডা, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে কাজ আসতে শুরু করে। এখন ২২লাখ টাকার একটি প্রজেক্ট পেয়েছে। তার সাথে এসব কাজে বিভিন্ন এলাকার ২১৮জন যুক্ত হয়ে তারাও আয় করতে পারছেন।এই কাজের পাশাপাশি তার একটি ‘জীবন বুক বিডি ডট কম’ নামে একটি ওয়েব সাইট করেন।এতে দেশ এবং বিদেশের ৫০লাখ ব্যবহারকারী রয়েছে। এখান থেকেও আয় আসছে তার। জীবন কুমার রায় জানায়, ২০২২ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করেছি। ফ্রি ল্যান্সার হয়ে বর্তমানে প্রতিমাসে দুই থেকে আড়াই লাখ টাকা আয় হয়। কাজের পরিধি বাড়ায় আমি মাস খানেক আগে দিনাজপুর শহরের উপশহরের একটি ফ্লাট ভাড়া নিয়ে কাজ শুরু করেছি। ফ্রিল্যান্সার হলো ‘মুক্ত পেশাজীবী’। বাড়ী কিংবা যেকোনো স্থানে বসেই কাজ করতে পারেন।প্রয়োজন নিজের দক্ষতা, বিদ্যুৎ আর দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। আমি মনে করি ইচ্ছা, ধৈর্য্য, দৃঢ মনোভাব থাকলে অবশ্যই বেকারত্ব দূর করে চাকুরির পিছনে না ছুটে এই ফ্রি-ল্যান্সিং কাজেও সফলতা পাবে যে কেউ। জীবন কুমার রায় আরও জানায়, সোস্যাল মিডিয়া ফেসবুকের মতো আমার ওয়েবসাইটটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে।