দিনাজপুর প্রতিনিধি : ২১ জুলাই হতে ২২ জুলাই পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন ফুলবাড়ী, বিরামপুর এবং সদর থানাস্থ মন্ডব, মুশরাপাড়া, বেগমপুর মোড় এবং ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ১ জন আসামীসহ ৬১ বোতল ফেন্সিডিল, ৪৬ টি পাঞ্জাবী, ৯ জোড়া স্যান্ডেল, ২৫ প্যাকেট বাজি, ১০ টি কোদাল, ১৮ কেজি জিরা, ২১ টি থ্রি পিছ, ৭৪ টি প্রসাধনী, ৪০ টি শাড়ী, ১৪ টি শার্ট পিছ, ১০ টি প্যান্ট পিছ, ১ টি বেডসীট এবং ৫ টি ষ্টীলের সামগ্রী আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য-৩,৮৯,৭৫০/- টাকা। আটককৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ মোঃ ফরমান আলী (৫০), পিতা-মোঃ মফিজ উদ্দিন, গ্রাম- মুশরাপাড়া, পোষ্ট-কমলপুর, থানা-সদর, জেলা-দিনাজপুর।
৪০ বিজিবি কর্তৃক আসামীসহ অন্যান্য মালামাল এবং মাদকদ্রব্য আটক
Please follow and like us: