দিনাজপুর প্রতিনিধি : ২৬ জুলাই ভারত থেকে অবৈধপথে বিভিন্ন প্রকার মালামাল ও ফেন্সিডিল নিয়ে আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দাইনুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ মোরশেদ আলম এর নেতৃত্বে একটি টহলদল কোতয়ালী থানাস্থ আইহাই নামক স্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকে। অতঃপর টহলদল দেখতে পায় যে, ৪ জন লোক সীমান্ত এলাকা থেকে বাংলাদেশের অভ্যন্তরে আসছে। পরবর্তীতে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে তারা এদিক সেদিক পালিয়ে যেতে চেষ্ট করলে শ্রী নকুল রায় (পকো) (২৮), পিতা- মৃত শ্রী পুনিল চন্দ্র, গ্রাম- আইহাই, ডাকঘর- কমলপুর, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুরকে ১২০ বোতল ফেন্সিডিল, ১০৫ প্যাকেট খেতে দেওয়ার বিষ এবং ০১ টি মোবাইল সেট সীমসহ আটক করে।
আটককৃত আসামীকে ফেন্সিডিল ও অন্যান্য মালামালসহ কোতয়ালী থানায় হস্থান্তর করা হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৫,০০০/- (পচাত্তর হাজার) টাকা।