শুক্রবার ২ জুন ২০২৩ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ বিভিন্ন প্রকার মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : ১৬ জুলাই হতে ১৭ জুলাই পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন বিরামপুরের চরারহাট, দলার দর্গা, মহগ্রাম, রণগাও, পলিকাপুর, বিজুল এবং দিনাজপুর সদর থানার আইহাই নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪০ বোতল ফেন্সিডিল, ০৫ বোতল বিদেশী মদ, ৫০ টি সেনেগ্রা ট্যাবলেট, ০৪ টি সাইকেল, ৯২ কেজি ডেপ সার, ৫০০ টি প্রাকটিন ট্যাবলেট, ১৫ কেজি জিরা, ০৬ টি শাড়ী, ৮০ প্যাকেট বিস্কুট, ২০ বোতল আমলকুল জুস, ০৫ টি শার্ট পিচ, ১৫ টি চকলেট এবং ৩১০ প্যাকেট বাজি৩৪৭ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ১,৭৮,৭৫০/- টাকা।