দিনাজপুর প্রতিনিধি: গত ৪ মার্চ হতে ৫ মার্চ সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ জাহিদ হোসেন, নায়েক মোঃ আব্দুল কুদ্দুস এবং নায়েক মোঃ সাইফুল হক এর নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ মির্জাপুর, মন্ডব এবং ভবানীপুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩০৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়। আটককৃত ফেন্সিডিলের আনুমানিক সিজার মুল্য ২,২১,২০০/- টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে।