বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক ফেন্সিডিল, কচ্ছপের শুটকী এবং আসামীসহ অন্যান্য মালামাল আটক

Policeদিনাজপুর প্রতিনিধি : ২৮ এপ্রিল সন্ধা হতে ২৯ এপ্রিল ৬ ঘটিকা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শহিদুল ইসলাম, হাবিলদার মোঃ রবিউল ইসলাম, হাবিলদার মোঃ আবু বকর খান এবং হাবিলদার মোঃ তায়েজ উদ্দিন এর নেতৃত্বে বিজিবি সদস্যগন ফুলবাড়ী এবং বিরামপুর থানাস্থ নরসিংহ বাট, নয়ানগর, শিয়ালা এবং বারোগুনা নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ০২জন আসামীসহ ২০ বোতল ফেন্সিডিল, ৩০টি শাড়ী, ৭২ কেজি কচ্ছপের শুটকী এবং ০১টি মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মুল্য-১১,৫৯,০৬০/- টাকা।

বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক ফেন্সিডিল ও অন্যান্য মালামালসহ আটককৃত ১ জন আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ রফিকুল ইসলাম (১৮), পিতা- মোঃ রমজান আলী, পোষ্ট- ডাঙ্গাপাড়া, থানা- হাকিমপুর, জেলা- দিনাজপুর।

ব্যাটালিয়ন সদর কর্তৃক অন্যান্য মালামালসহ আটককৃত ১ জন আসামীর নাম ও ঠিকানাঃ মোসাঃ মেরীনা (৪০), স্বামী- শামসুল হক, গ্রাম- দক্ষিণ বাসুদেবপুর, পোষ্ট + থানা- ফুলবাড়ী, জেলা- দিনাজপুর।

আটককৃত আসামীদেরকে ফুলবাড়ী ও বিরামপুর থানায় সোপর্দ করা হয়েছে।