রবিবার ২৬ মার্চ ২০২৩ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ অন্যান্য মালামাল আটক

দিনাজপুর প্রতিরিধি : ১৫ জুন হতে ১৬ জুন পর্যমত্ম গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন ফুলবাড়ী ও বিরামপুরে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩৬ বোতল ফেন্সিডিল, ২০ বোতল বিভিন্ন প্রকার সেন্ট, ২৮ কেজি জিরা, ১,২০০ প্যাঃ প্রসাধনী সামগ্রী, ২৬,০০০ প্রাকটিন ট্যাবলেট, ১০ টি ষ্টীল সামগ্রী এবং ০৩ কেজি কিচমিচ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ৪,৩০,২০০/- টাকা।