দিনাজপুর প্রতিনিধি : গত ২৬ জুন হতে ২৭ জুন পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন ফুলবাড়ী ও বিরামপুরের পৃথক পৃথক (বেগমমোড়, শিমুলতলা, চুকিয়াপাড়া, খয়েরবাড়ী, ফুলবাড়ী জোড়াপুকুর এবং ফুলবাড়ী রেলওয়ে ষ্টেশন) স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৭৬২ বোতল ফেন্সিডিল, ১২ টি শাড়ী, ২ টি থ্রি পিচ, ২০ টি শার্ট পিচ, ১৫ টি ষ্টীলের সামগ্রী, ৭৭ প্যাকেট বাজি, ২৪৩৬ টি ইমিটেশন সামগ্রী, হরলিক্স ৩ টি, ৫ টি সনপাপড়ী, ১৩ কেজি জিরা, ১১২ কেজি কিচমিচ, ৫০ প্যাকেট বিস্কুট, ১০০ টি চকলেট, ১৬০ কেজি গুড়া দুধ, ৪০ কেজি সাদা এলাচ, ৩০ কেজি কাজু বাদাম, ২৫ কেজি লং মসলা এবং ৪৮ কেজি পোস্তদানা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ১২,৪৯,৭৪৫/- টাকা।
৪০ বিজিবি কর্তৃক ফেন্সিডিলসহ অন্যান্য মালামাল আটক
Please follow and like us: