শনিবার ২৫ মার্চ ২০২৩ ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং নেশাজাতীয় ইনজেকশন আটক

দিনাজপুর প্রতিনিধি : গতকাল ১২ জানুয়ারি ৪০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নায়েব সুবেদার মোঃ শামসুল হক এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী টহল পরিচালনা করে দিনাজপুর সদর থানাস্থ সোনাপাড়া মাঠ নামক স্থান হতে ১৯৮ বোতল ফেন্সিডিল এবং ২,০০০ টি নেশাজাতীয় ইনজেকশন আটক করেছে। যার আনুমানিক সিজার মূল্য ৩,৭৯,২০০/- (তিন লক্ষ ঊনআশি হাজার দুইশত) টাকা। আটককৃত মাদকদ্রব্য ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে।