দিনাজপুর প্রতিনিধি : গত ৫ ফেব্রুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুবেদার মোঃ আক্কাস আলী, নায়েব সুবেদার মোঃ আমীর খসরু, নায়েব সুবেদার মোঃ মনির হোসেন, হাবিলদার মোঃ শহিদুল ইসলাম, হাবিলদার শ্রী বুদ্ধিমন্ত মজুমদার এবং নায়েক মোঃ শাহজালাল মিয়া এর নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ মির্জাপুর, মুকুন্দপুর, মহগ্রাম ও হামলাকুড়ি এবং দিনাজপুর সদর থানাস্থ কনজকুড়ি, ভাতখোর ও সোনাপাড়া নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন ৫৮২ বোতল ফেন্সিডিল, ০১ লিটার তরল ফেন্সিডিল, ৩৬ বোতল বিদেশী মদ, ২০ লিটার দেশী মদ, ২০০ টি বিভিন্ন প্রকার নেশাজাতীয় ট্যাবলেট, ০৯ টি নেশাজাতীয় ইঞ্জেকশন এবং ১৭,০০০ টি বিভিন্ন প্রকার আমদানী নিষিদ্ধ ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক সিজার মুল্য ৬,৯৮,১৫০/- (ছয় লক্ষ আটানববই হাজার একশত পঞ্চাশ) টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে এবং অন্যান্য মালামালসমূহ সিজারের মাধ্যমে দিনাজপুর শুল্ক অফিসে জমা করা হয়েছে।
-
-
পঞ্চগড় জেলার শ্রেষ্ট প্রধান শিক্ষক এনামুল হক নির্বাচিত অক্টোবর ৬, ২০২২
-
বোদায় নৌকা ডুবে নিহত ৭ পরিবারকে উদীচীর আর্থিক সহায়তা প্রদান অক্টোবর ৬, ২০২২
-
বোদায় হারানো ফোন উদ্ধারে জনপ্রিয়তা বাড়ছে ’বিসিপিআরটিএ’ এর অক্টোবর ৬, ২০২২
-
বিয়ে-বাড়ির মাইক্রোবাস খাদে পড়ে নিহত ১, আহত ৫ অক্টোবর ৬, ২০২২
- শুক্র
- শনি
- রোব
- সোম
- মঙ্গল
- বুধ
- বৃহ