সোমবার ৫ জুন ২০২৩ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক বিপুল পরিমান নেশা জাতীয় ট্যাবলেট, ফেন্সিডিল ও মদ আটক

দিনাজপুর প্রতিনিধি : গত রবিবার মধ্যরাতে ভারত থেকে অবৈধপথে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য আসতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল লুৎফুল করিম, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে একটি টহল দল ফুলবাড়ী থানাস্থ জয়নগর শালবাগান ডিপের পার্শ্বে পূর্ব থেকেই ওৎ পেতে থাকে। পূর্বের তথ্যানুযায়ী ২/৩ জন লোককে মাথায় করে বস্তা নিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে লোকগুলো টহল দলের উপস্থিতি টের পেয়ে বস্তা ফেলে দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে টহলদল মালিকবিহীন অবস্থায় ৬৯ বোতল বিয়ার এবং ৯,৯৯৮ টি বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট (সেনেগ্রা, হটিগ্রা, অনাগ্রা, ভায়াগ্রা ও দিলখুশ) আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য-৩০,১৬,৬৫০/- টাকা। এছাড়াও ০৯ ফেব্রুয়ারি ২০১৪ তারিখ আনুমানিক ০২৩০, ০৪০০ ও ১৪০০ ঘটিকা সময় হাবিলদার মোঃ শহিদুল ইসলাম, হাবিলদার মোঃ হাফিজুর রহমান এবং নায়েক মোঃ মমতাজ উদ্দিনের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিরামপুর থানাস্থ রনগাঁও ও কাজীপাড়া এবং দিনাজপুর সদর থানাস্থ সোনাপাড়া নামক স্থান হতে সর্বমোট  ৬৬ বোতল বিদেশী মদ এবং ১০৮ বোতল ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক সিজার মূল্য-১,৪২,২০০/- টাকা। আটককৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে রাখা হয়েছে।