দিনাজপুর প্রতিনিধি : ১০ জুলাই সকাল হতে ১১ জুলাই পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি সদস্যগন বিরামপুরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৬ টি থ্রী পিচ, ২৯ টি শাড়ী, ৬৭০ টি ভেটনোবেট ক্রিম, ০৩ কেজি জিরা এবং ০১ কেজি কিচমিচ আটক করে। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ১,৯০,৫০০/- টাকা। আটককৃত মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।