বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

৪০ বিজিবি কর্তৃক ভারতীয় ফেন্সিডিল, বিদেশী মদ, দেশী মদ ও অন্যান্য মালামাল আটক

দিনাজপুর প্রতিনিধি : ৮ জুন হতে ৯ জুন পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাঃ সুবেঃ মোঃ মোরশেদ আলী, হাবিঃ মোতালেব হোসেন, হাবিঃ আববাস উদ্দিন এবং হাবিঃ মোঃ তায়েজ উদ্দিন এর নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ বিজুল, দিউর বটতলী, বেগমমোড়, ময়নারমোড় এবং ফুলবাড়ী থানাস্থ লক্ষীপুর নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৫৬ টি ষ্টীল সামগ্রী, ২০ প্যাকেট বিড়ি, ০৭ টি ওড়না, ৩০ কেজি জিরা, ০১ টি বাই সাইকেল, ০১ টি মোটর সাইকেল, ১৭৯ বোতল ফেন্সিডিল, ০১ বোতল বিদেশী মদ এবং ১৮ লিটার দেশী মদ আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ২,৮৯,৪০০/- টাকা।