দিনাজপুর প্রতিনিধি : ২৪ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ নওশের আলী, হাবিলদার মোঃ হাফিজুর রহমান, হাবিলদার শ্রী বুদ্ধি মন্ত মজুমদার হাবিলদার মোঃ আবু বকর খান এর নেতৃত্বে বিজিবি সদস্যগন বিরামপুর থানাস্থ বালুপাড়া ও চৌঠা মোহনপুর এবং দিনাজপুর সদর থানাস্থ কনজকুড়ি ও মোহনপুর আমবাগান নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১৪১ বোতল ফেন্সিডিল এবং ১৭ টি ভারতীয় মাহিন্দ্রা আল্ট্রা গাড়ির ব্রেকপেট আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও ব্রেকপেটের আনুমানিক সিজার মুল্য ৯৮,৯০০/- টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং ব্রেকপেটসমূহ সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।
৪০ বিজিবি কর্তৃক মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল আটক
Please follow and like us: