দিনাজপুর প্রতিনিধি: গত ৫মার্চ হতে ৬মার্চ সকাল পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে
৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের হাবিলদার মোঃ শাহ আলম, হাবিলদার রবিউল ইসলাম এবং হাবিলদার আবু বকর খান এর নেতৃত্বে বিজিবি সদস্যগন ফুলবাড়ী লক্ষীপুর এবং বিরামপুর থানাস্থ মন্ডব এবং রণগাও নামক স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫ বোতল বিদেশী মদ, ৮ টি শাড়ী, ৪টি বিছানার চাদর, ৩ টি কীটনাশক, ১ টি মোটর সাইকেল, ১ টি সাইকেল, ২১ কেজি এলাচ, ৩০ কেজি জিরা, ৫ কেজি চেরীফল, ৫ কেজি তাল মিছরী, ৯ টি ষ্টীলের মগ, ২ টি প্রসাধনী সামগ্রী, ১৭ কেজি লং এবং ১০০ কেজি ইউরিয়া সার আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের আনুমানিক সিজার মুল্য ৩,২০,৮৩০/- টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যসমূহ ধ্বংসের নিমিত্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পার্বতীপুর এর অবগতি সাপেক্ষে ৪০ বর্ডার গার্ড ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে এবং অন্যান্য মালামাল সিজারের মাধ্যমে দিনাজপুর কাস্টম্স অফিসে জমা করা হয়েছে।